parbattanews

থানচিতে সম্প্রীতি ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত

থানচি প্রতিনিধি:

থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে সাধারণ জুমিয়াদের গড়ার সম্প্রীতি ক্রেডিট ইউনিয়নের পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে চতুর্থ বার্ষিক সাধারণ সভা নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাসের তত্ত্বাবধানের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীরা নিজস্ব ক্রেডিট ইউনিয়ন স্থাপন করেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বলিপাড়া বাজারসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আইলামারা পাড়া কমিউনিটি সেন্টারে শেষ করে।

র‌্যালি শেষে কমিউনিটি সেন্টারে সাধারণ সভায় ক্রেডিট ইউনিয়নের আয়-ব্যয়ের হিসার উপস্থাপন করেন ক্রেডিট ইউনিয়নের সভাপতি জ্ঞানলাল চাকমা।

এসময় জ্ঞানলাল চাকমা জানান, বর্তমানে তাদের সর্বমোট ১৭ লাখ টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকে সঞ্চয়ী রয়েছে। সভায় ক্রেডিট ইউনিয়নকে সরকারি রেজিস্ট্রেশন করানোসহ বলিপাড়া বাজারে একটি ব্যাংকে পরিনত করানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় ইউনিয়নের সভাপতি জ্ঞানলাল চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বান্দরবান কার্যালয়ে কর্মসূচি কর্মকর্তা রেমন আসাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ক্যনুমং মারমা, প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা, কারিতাস সমাজ উন্নয়ন প্রকল্পের সিডিও রাম চন্দ্র ত্রিপুরা, দিংতে পাড়ার প্রধান রেংনিং কারবারী প্রমুখ।

Exit mobile version