থানচিতে হুইল লোডার উল্টে চালক আহত
বান্দরবানে থানচিতে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হুইল লোডার উল্টে চালক গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় থানচি-আলীকদম সড়কের মগক হেডম্যান পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত চালক আবদুর রহিমকে (৩৫) স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
আহত গাড়ি চালক আবদুর রহিম জানান, আলীকদম উপজেলা টিংকো পাড়া সেনা ক্যাম্পের আশেপাশে গাড়িটি দীর্ঘদিন ধরে ছিল। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আর্ট মোবিং কোম্পানি ম্যানেজারের আদেশক্রমে আমি থানচি লিটক্রে সড়কের মাটি কাটার জন্য নিয়ে যাচ্ছিলাম। এসময়
গাড়িটি মগক হেডম্যান পাড়া না পৌঁছাতেই ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
থানচি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আবাসিক চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান জানান, আহত আবদুর রহিমের ভোটার আইডি কার্ডে ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ীর ঠিকানা পাওয়া গেছে। তার মাথা, হাত ও কোমরে মারাত্মক আঘাত লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থা নিয়েছি।