parbattanews

থানচিতে ১৩ হতদরিদ্র পরিবার পেল শীতকালীণ পুষ্টি সবজি বীজ

বান্দরবানে থানচিতে মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব স্থাপিত পারিবারিক পুষ্ঠি বাগান এর আওতায় হত দরিদ্র ১৩ পরিবারের মাঝে শীতকালীণ সবজি বীজ বিতরণ করা হয়। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কারিতাস এর উপজেলা কার্যালয়ের এই সব সামগ্রী বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ এর প্রমোশন অফ এগ্রোইকোলজি সিএইচটি প্রকল্পের সহযোগিতায় পার্টনার এনজিও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর বাস্তবায়নে প্রকল্পের আয়োজনে থানচি সদর ইউনিয়নের ২টি পাড়া ১৩জন উপকারভোগীদের মাঝে সবজী বীজ (আলু ১৬২.৫কেজি ও ফরাস সীম বীজ ২৬কেজি) বিতরণ সম্পন্ন করেছে।

এই সময়ে উপস্থিতি ছিলেন কারিতাস বান্দরবান এগ্রো ইকোলজি সিএইচটি(পেপ) (এগ্রো-ইকোলজি) প্রকল্প জুনিয়র প্রোগ্রাম অফিসার উসিনু মার্মা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, (অনুপম), কারিতাস, থানচি উপজেলা এগ্রো-ইকোলজি প্রকল্প (পেপ) মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে উপজেলা সমন্বয়কারী সচিব চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

Exit mobile version