থানচিতে ৪০ জন বেকার নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন সদর ইউনিয়ন পরিষদ

বান্দরবানে থানচি সদর ইউনিয়ন পরিষদে এলাকায় বিভিন্ন পাড়ায় ৪০ জন বেকার যুবতী নারীকে সেলাই মেসিন দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সেলাই মেসিন তুলে দেন।
ওই ৪০জন নারীকে ২০১৮-১৯ অর্থ সালে থানচি সদর ইউনিয়ন পরিষদে উদ্যোগের ইউনিয়ন পরিষদ এলাকায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে তত্ত্বাবধানে সেলাই কাজে প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহন করা হয়।
প্রশিক্ষণ শেষে ২০১৯-২০ অর্থসালে এলজিইএসপি-৩ এর প্রকল্পের আওতায় আনা হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে সামজিক দূরত্ব বজায় রেখে সেলাই মেসিন বিতরণের সময় সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাংসার ম্রো, ইউপি সংরক্ষিত মহিলা মেম্বার নুচিংপ্রু মারমা, ডলিচিং মারমা, রিংকো ম্রো, সাধারণ মেম্বার চাইসিংউ মারমা প্রমুখ উপস্থিত ছিল ।