parbattanews

থানচিতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে অনাথ শিশুদের মাঝে কম্বল বিতরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপির অনুদানে বান্দরবানে থানচি উপজেলা ৬ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল ভিত্তিক অনাথ শিশু শিক্ষার্থীরা পেল শীতবস্ত্র (কম্বল)।

থানচি উপজেলা আওয়ামী লীগের সহযোগিতা বান্দরবান জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানের বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় আওয়ামী কার্যালয়ের এই শীতবস্ত্র (কম্বল) দেয়া হয় ।

থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হোস্টেল, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের হোস্টেল ,মৈত্রী শিশু সদন, আশার আলো হোস্টেল, করুনা শিশু সদন, যিহুবা যিরি হোস্টেলের শিশু শিক্ষার্থী শিক্ষকদের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের এক কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভা উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য তিংতিংম্যা , ফিলিপ ত্রিপুরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমৈ প্রু মারমা , থানচি কলেজ অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা।

তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উবামং মারমা, নির্বাহী সদস্য স্বপন কুমার বিশ্বাস, রুপম চৌধুরীসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

Exit mobile version