parbattanews

থানচিতে ৮ম পিসিপি ও ২য় যুব সম্মেলন

থানচি প্রতিনিধি:

`অস্তিত্বের শেকড়ে পড়েছে টান, ছাত্র- যুব সমাজ রুখে দাঁড়ান’ এ শ্লোগান নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে থানচিতে জন-সংহতি সমিতি এর সহযোগী সংগঠন ৮ম পাহাড়ি ছাত্র পরিষদ ও ২য় যুব সমিতি সম্মেলন উপজেলা জনসংহতি সমিতি কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ৫০/৬০জন নেতাকর্মী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মেমংপ্রু মারমার সঞ্চালনায় যুব সমিতির সভাপতি ও সাবেক ইউপি মেম্বার ক্রাপ্রুঅং মারমার সভাপতিত্বে সম্মেলনের রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখা সাধারণ সম্পাদক ক্যবামং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে যুব সমিতি থানচি থানা শাখা যুব নেতা নুমংপ্রু মারমা (টাইগার)কে সভাপতি, সাবেক পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নুশৈমং মারমা (মংছোরী)কে সাধারণ সম্পাদক, শিমিয়ন ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

যুব সমিতি কমিটি ঘোষণার পর পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক থুইমংপ্রু মারমা (পকচৈ)কে সভাপতি উন্নিত করেন, সিয়াম ম্রো এনজিও কর্মীকে সাধারণ সম্পাদক, বার্নাবাট ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭জন বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ক্যবামং মারমা।

সম্মেলনের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জনসংহতি সমিতি সভাপতি চসাথোয়াই মারমা (পকশৈ) সহ সভাপতি ম্যানুওয়েল ত্রিপুরা, সহ সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার জন ত্রিপুরা। এ ছাড়া পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি সভাপতি সুমন মারমা, বান্দরবান জেলা মাখা সাধারণ সম্পাদক প্রুনুঅং মারমা, যুব সমিতি বান্দরবান জেলা সভাপতি মোশটো মারমা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, থানচি উপজেলার মাটি ও মানুষ  জনসংহতি সমিতির ঘাঁটি। সুতরাং অস্তিত্বের শেকড়ে পড়ছে টান এটি থানচি উপজেলা কোন দিন হবেনা। কারণ  ছাত্র ও যুব সমাজ এক যোগে কাজ করার অঙ্গিকারবদ্ধ।

Exit mobile version