থানচি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বান্দরবান জেলা পরিষদ


বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ দোকান ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
বুধবার (২৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত প্রতি দোকান ব্যবসায়ীকে নগদ ১৫০০০ হাজার টাকা এবং জেলা পরিষদের অন্যতম সদস্য ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খামলাই ম্রো ব্যক্তিগত ভাবে ২ হাজার করে মোট ২ লাখ ২১ হাজার টাকা এবং ২ বান করে ২৬ বান ঢেউ টিন বিতরণ করেন।
বলিবাজার বাজার সেট প্রাঙ্গনের এ সব এককালীন অনুদান বিতরণ করেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র সহ সভাপতি ও সাবেক বলিপাড়া ইউপি চেয়ারম্যান ও হেডম্যান, বলিবাজার পরিচালনা কমিটি সভাপতি জাফর আহম্মদ, বলিপাড়া ইউপি মেম্বার সজল কর্মর্কার, ব্যবসায়ী বুলবুল পাল, বিএনপি নেতা মংসিংউ মারমা, ব্যবসায়ী মো: দেলোওয়ার হোসেন, জগদ দাশ প্রমূখ।

















