‘থানচি প্রেসক্লাবের সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে’
বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরবর্তী স্থানীয় সরকার কাঠামো ভেঙে দেয়ার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বান্দরবানে থানচি উপজেলা তিন জন সদস্য নিযুক্ত করা হয়েছে। সেটি থানচিবাসীদের গর্ব। তিনজন সদস্যদের সমন্বয়ের থানচি উপজেলা প্রেসক্লাবের ভবনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা আগামী বাজেটে গ্রহণ করা হবে।
রবিবার (০৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত অধ্যাপক থানজামা লুসাই, থানচি প্রেসক্লাবের সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারকালে এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৫ বছর থানচি উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া পেশার সাথে জড়িত সাংবাদিকদের অবহেলা করা হয়েছিল।
এসময় সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে জনগণের মূখপাত্র হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ সভাপতি রেম্বো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, কোষাধক্ষ্য চিংথোয়াইঅং মারমা,মটি ত্রিপুরা,হিমংপ্রু মারমা সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।