থানচি-লিক্রি সীমান্ত সড়কে গাড়ি লক্ষ্য করে ‘সন্ত্রাসীদের’ গুলি
বান্দরবানের পার্বত্য জেলার থানচি উপজেলার সীমান্ত সড়কে চলন্ত ট্রাক লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ট্রাকটি ইট পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলে জানা গেছে।
বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে থানচি উপজেলার থানচি-লিক্রি সীমান্ত সড়কের আট কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকে থাকা এক শ্রমিক জানান, তারা থানচি-বাকলাই সীমান্ত সড়ক নির্মাণকাজের জন্য ৪টি ট্রাকে ইট পরিবহন করছিলেন। এসময় মুখে লাল কাপড় পরিহিত ৫জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে একটি ট্রাক লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ট্রাকের পেছনের অংশ গুলি লাগে। ঘটনাস্থল থেকে দ্রুত ৪টি ট্রাক নিয়ে থানচি সদরে পালিয়ে এসে গুলিবর্ষণের বর্ণনা দেন চালক-সহকারীরা। এসময় তারা নিরাপত্তা বাহিনীকে হামলার বিষয়টি জানায়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘ইট নামিয়ে থানচি ফেরার পথে রাস্তার পাশে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা জঙ্গল থেকে ট্রাক লক্ষ্য করে সাতটি গুলি করে।’
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ‘শুনেছি সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ট্রাকে সন্ত্রাসীরা গুলি করেছে। খবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’