থানচি প্রেসক্লাবের ৪র্থ ত্রি-বার্ষিক সম্মেলন

থানচি উপজেলা প্রেসক্লাবের ৪র্থতম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫নভেম্বর) সকালে থানচি প্রেসক্লাবে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী।
তিনি বলেন, সংবাদ কর্মীরা সমাজের দর্পন। সমাজের সকল মানুষের সুখে দুঃখে একমাত্র সংবাদ কর্মীরাই নিঃস্বার্থভাবে এগিয়ে আসে। তিনি বলেন, সাংবাদিকদের যারা ভালবাসেন না, তারা নিজেরাই ভাল না। সাংবাদিকরা দেশের উজ্জল নক্ষত্র। এসময় তিনি পুরাতন কমিটি বাদ দিয়ে নবগঠিত কমিটির সভাপতি অনুপম মারমা, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি র্যাম্বো ত্রিপুরাসহ নবগঠিত কমিটিকে স্বাগত জানান।
এসময় বান্দরবান ভোরের কাগজ প্রতিনিধি মংসানু মারমা, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, জিটিভির প্রতিনিধি মো. ইসহাক, দৈনিক যায় যায় দিন এর প্রতিনিধি ক্যামুই অং মারমা, দৈনিক স্বদেশ প্রতিনিধি আবদুর রহিমসহ জেলা উপজেলার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।