parbattanews

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি দক্ষিণ রুমালিয়ার ছড়ায় স্থানান্তর

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে।

সন্ত্রাসী জনপদ খ্যাত পাহাড়তলী ও দক্ষিণ রুমালিয়ারছড়ার জনগণের দীর্ঘদিনের দাবী ছিল সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করার।

এই দাবীর পরিপেক্ষিতে জেলা সুদক্ষ পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন শহর পুলিশ ফাঁড়ি দক্ষিণ রুমালিয়ারছড়া স্থানান্তর করেছেন। গতকাল থেকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি এখন শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া ডালিয়া কলোনীস্থ আব্দুল্লাহ ভবনে স্থানান্তর হয়েছে।

ইতোমধ্যে ওই পুলিশ ফাঁড়িতে দাপ্তরিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন পুলিশ। নতুন করে স্থাপিত ওই পুলিশ ফাঁড়িতে (পুলিশ পরিদর্শকের) মো. ইয়াছিনের নেতৃত্বে চৌকস একটি পুলিশ টিম কাজ করছেন।

জেলা পুলিশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। এলাকার সাধারণ মানুষ আশা করছেন দীর্ঘদিনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বেচা-বিক্রিসহ সব ধরণের অপরাধমুক্ত হবে এই এলাকা।

Exit mobile version