parbattanews

দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী’র সিন্দুকছড়ি জোন

সিন্দুক

এম. সাইফুর রহমান, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি ও রামগড় উপজেলার বিভিন্ন এলাকার সার্বিক আইন-শৃংখলা রক্ষার্থে তিনদিন ব্যাপী অপারেশন পরিচালনা করেন সেনাবাহিনী। এসময় গুইমারা ও মানিকছড়ি আর্মি ক্যাম্পের ৩টি দল জোনের আওতাধীন দুর্গম পাহাড়ী এলাকায় পৃথক পৃথক ভাবে বিশেষ অপারেশন পরিচালনা করেন।

    অপারেশন পরিচালনা কালীন সময়ে জোনের আওতাধীন ২ উপজেলার কলাছড়ি, গড়াইছড়ি, বড়ইথলী, ছোট হাফছড়ি, বড় হাফছড়ি, তৈচাকমা, নাভাংগাপাড়া, পাগলাপাড়া, মাযিতাং ও নাকাপা এলাকার দুর্গম পাহাড়ী পল্লীতে বসবাসরত হত-দরিদ্র পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে ৯০টি ছাতা এবং মহিলা, পুরুষ ও শিশুসহ ৪শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।

    সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল নাজিম খান জানান, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ে সববাসরত মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Exit mobile version