parbattanews

দলীয় পরিচয় নয়, প্রকৃত অসহায়-দরিদ্র মানুষকে সহায়তা পৌঁছে দিন: পার্বত্যমন্ত্রী

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে সরকারের। দলীয় পরিচয়কে গুরুত্ব নয়; প্রকৃত অসহায় দরিদ্র মানুষ যাতে সহায়তা পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার সকালে বান্দরবানে মহামারী করোনালকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়-দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণকালে তিনি একথা বলেন।

পার্বত্যমন্ত্রী বলেন, ত্রাণ বা আর্থিক সাহায্য বিতরণে মেয়র-কাউন্সিলর ও জনসাধারণের মধ্যে সমন্বয় থাকতে হবে। যাতে ঘুরে ফিরে একই ব্যক্তি সহযোগিতা না পায় এবং অনেকে বঞ্চিত হয় এমন না হয়।

বান্দরবান পৌর কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। ৫হাজার ২১ জনকে জনপ্রতি ৫শ টাকা করে এবং ৪ হাজার ৬২১ জনকে ভিজিএফ কার্ডের জনপ্রতি ৪৫০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবি, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর ইউএনও তৌসিফ আহমেদ, প্যানেল মেয়র সৌরভ দাস শেখর প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version