দলে ফিরলেন ভুট্টো

fec-image

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হওয়া রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো অবশেষে দীর্ঘ আটমাস পর দলীয় সকল পদ ফিরে পেয়েছেন।

বুধবার (২২জানুয়ারী) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুট্টোর আবেদনের প্রেক্ষিতে ২২জানুয়ারী ২০২৫ তারিখে নির্দেশক্রমে বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ দলীয় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিন্ধান্ত অবিলম্বে কার্যক্রম হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখতে দলের পক্ষ থেকে জানানো হয়। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে যাতে পুনরাবৃত্তি না হয়, সেই জন্য তাকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ২০২৪ সালের ১৮ মে রাঙামাটি জেলা বিএনপির সহ- সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো।

দীর্ঘ চার দশকেরও অধিক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সহ-সভাপতি, নগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন