দল ঘোষণার পর গঞ্জালেজকে হারাল আর্জেন্টিনা

fec-image

বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার দলে ডাক পেয়েছিলেন জুভেন্টাসের উইঙ্গার নিকোলাস গঞ্জালেজ। তবে চ্যাম্পিয়ন্স লিগে ইনজুরিতে পড়েন তিনি। যার কারণে বিশ্বকাপ বাছাইপর্বের দল ছিটকে গেছেন গঞ্জালেজ।

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে জুভেন্টাসের ৩-২ গোলে জেতা ম্যাচের ১০ মিনিটের মধ্যে পায়ে অস্বস্তি বোধ করেন ২৬ বছর বয়সি নিকো গঞ্জালেজ। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেয়ার পরই তাকে তুলে নেন কোচ মোতা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ক্লাবের দেয়া এক বিবৃতিতে জানা যায়, ডান পায়ের ঊরুতে চোট পেয়েছেন তিনি। যা সারতে একমাসের মতো সময় লাগবে।

নিকো গঞ্জালেজ ছিটকে যাওয়ার পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে লিখেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিকোলাসের বদলি খেলোয়াড়ের নাম জানাবেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি।

আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বকাপ জয়ীরা। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন