দহগ্রাম সীমান্তে কাঁটাতারে মদের বোতল ঝুলিয়েছে বিএফএস


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দহগ্রামের সরকার পাড়া এলাকায় ৪১ নম্বর পিলার সংলগ্ন অংশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত ১০ জানুয়ারি বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ কাটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ। পিলার ৩৭ থেকে ৪৭ নম্বর উপ-পিলার পর্যন্ত লোহার অ্যাঙ্গেলের উপর প্রায় ৪ ফুট উচ্চতার এই বেড়া স্থাপন করা হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হলেও সমস্যাটি এখনও অমীমাংসিত রয়ে গেছে। এ নিয়ে গত কয়েক দিন ধরে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বুধবার আবারও বিএসএফ কাঁটাতারের বেড়ায় খালি বোতল ঝুঁলিয়ে দেয়। বিজিবি সদস্যরা বাঁধা দিলেও বিএসএফ নিজেদের কার্যক্রম চালিয়ে যায়। এ ঘটনার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
দহগ্রাম সরকার পাড়া গ্রামের কৃষক জব্বার আলী বলেন, বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়ে বিএসএফ আমাদের চলাচলে সমস্যা তৈরি করেছে। বোতলের ভেতর কিছু রাখা হয়েছে কিনা, তা নিয়েও আতঙ্কে আছি।
স্থানীয় আরেক কৃষক জমশের আলী বলেন, কাঁটাতারের বেড়া দেওয়ার পর থেকেই আমরা ভয় পাচ্ছি। এখন আবার বিএসএফ বেড়ায় বোতল ঝুঁলিয়ে দিয়ে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
এদিকে সীমান্তে বিএসএফের ভারী অস্ত্র নিয়ে টহল এবং উচ্চ ক্ষমতার লাইট ব্যবহারে গ্রামবাসীর উদ্বেগ আরও বেড়েছে। তারা দ্রুত বিজিবির পক্ষ থেকে তিনটি স্থায়ী ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন। সীমান্তের পরিস্থিতি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হওয়ার কথা থাকলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে সীমান্তের সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম-আল-দিন জানান, বোতল ঝুলানো নতুন কিছু নয়। এটি কেবল তাদের প্রটেকশন ব্যবস্থা। বিএসএফ রাতের আঁধারে বেড়া সরিয়ে নেওয়ার ভয়েই এমন ব্যবস্থা নিয়েছে।