parbattanews

দীঘিনালায় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩ উপজাতীয় সন্ত্রাসী নিহত

প্রতীকী ছবি

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় উপজাতীয় সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে তিন উপজাতীয় সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

নিহত সন্ত্রাসীরা হলো, বুজেন্দ্র চাকমা, জ্যোতি চাকমা ও রশিল চাকমা। এ সময় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে আইএসপিআর নিশ্চিত করেছে।

সূত্র মতে, সোমবার সকালে সেনাবাহিনীর একটি টিম হিসেবে দিঘীনালা উপজেলার বরাদম এলাকা থেকে আর ৬ কি. মি. গভীরে নিয়মিত টহলের অংশ হিসেবে মোতায়েন ছিলো। এ সময় পার্শ্ববর্তী পাহাড় থেকে ওঁত পেতে থাকা উপজাতীয় সন্ত্রাসীদের একটি টিম সেনাবাহিনীর উপর অবিরাম গুলি ছুঁড়তে থাকে। এ সময় সন্ত্রাসীদের দিক থেকে ভারি অস্ত্রের গোলাবর্ষণের শব্দ শোনা যায়। সেনাবাহিনীও পাল্টা জবাব দিতে শুরু করে। উভয়পক্ষে টানা ৪৫ মিনিট গুলি বিনিময়ের পর টিকতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে তিন উপজাতীয় সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা নিহতরা তাদের কর্মী বলে জানিয়েছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহা. আহমদ জামান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিস্তারিত আসছে…

Exit mobile version