দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছেন ওয়াদুদ ভূইয়া


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের মাঝে ত্রাণসামগ্রী দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বুধবার (২৬ মার্চ) দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া বোয়ালখালী নিচের বাজার পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি।
এ সময় তাদের মাঝে চাল, সেমাই, চিনি ও ১টি করে লুঙ্গি প্রদান করেন এবং পরবর্তীতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন।
ত্রাণসামগ্রী বিতরণের সময়, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, বাবু অনিমেষ চাকমা রিংকু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা-উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।