দীঘিনালায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আওয়ামী লীগের নেতা আশ্রাফ উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ আগস্ট) দুপুরে খাগড়ছড়ি শহরের জিরোমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আশ্রাফ উদ্দীন উপজেলার মেরুং এলাকার বাসিন্দা ও মেরুং ইউনিয়ন দক্ষিন শাখা আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার মেরুং এলাকার মৃত আব্দুল খালেক খলিফার ছেলে।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক জানান, স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল আলম হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ যে, গত ১৭ ডিসেম্বর দীঘিনালা থানায় এজাহার দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, গ্রেফতার, দীঘিনালা
Facebook Comment