দীঘিনালায় গভীর রাতে পাহাড় কর্তন

খাগড়াছড়িতে পাহাড় কর্তনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ১২ টায় দীঘিনালার বোয়ালখালি ইউনিয়নের কলেজ টিলা এলাকায় পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।

অভিযান পরিচালনাকালে টিলা কাটার কারনে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ নং ধারা মোতাবেক একজনকে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধ ভাবে পাহাড় কাটার অভিযোগে একজনকে দেড় লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। ভবিষ্যৎতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে । জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।

Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন