দীঘিনালায় আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি ৫কোটি টাকা

fec-image
ফের আগুনে পুড়লো খাগড়াছড়ির দীঘিনালার অন্তত ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এ যেন “মরার উপর খাঁড়ার ঘা”।
আগে চলতি বছরের গত ৭ মার্চ শর্ট সার্কিট ও গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেয়া আগুনে দীঘিনালার লারমা স্কয়ার বাজার পুড়েছে আরো দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
দীঘিনালা থানার ভারপ্রাপত কর্মকর্তা মো: জাকারিয়া জানান, বুধবার দিবাগত রাত পৌনে ২টার লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে তৃপ্তি হোটেল থেকে আগুনের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পচিালক মোহাম্মদ জাকের হোসেন জানান, খাগড়াছড়ি,লংগদু ও দীঘিনালা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে সেনাবাহিনীর দীঘিনালা জোন, পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এরই মধ্যে পড়ে গেছে কাপড় দোকান,  হার্ডওয়াক, মুদির দোকান,  হোটেলসহ অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান।
এর আগে আগে চলতি বছরের গত ৭ মার্চ শর্ট সার্কিট ও গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেয়া আগুনে লারমা স্কয়ারে প্রায় শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে প্রায় চার কোটি টাকা ক্ষতি হয়।
, গত বছরের সেপ্টেম্বরের ১৯ বিকালে পাহাড়ি-বাঙালি সহিংসতায় আগুনে লারমা স্কয়ার বাজার পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়েছিলো সকল সম্প্রদায়ের শতাধিক পরিবার। ঘটনার ছয় মাসের মাথায় আবারও লারমা স্কয়ার বাজারে অগ্নিকান্ডে ঘটনা ঘটলো। মাত্র ১৭ দিনের মাথায় তার পাশে বোয়ালখালী বাজারে আগুনে নি:স্ব হলো আরো অন্তত ৩০ ব্যবসায়ী।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দীঘিনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন