দীঘিনালায় পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালায় পানিতে ডুবে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম সুমাইয়া আক্তার মারিযা (৮)। সে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের জয় কুমার কার্বারী পাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুর রশীদ।
জানা যায়, সোমবার দুপুরে দীঘিনালার কবাখালী ইউনিয়নে ০২ ওয়ার্ডের জয় কুমার কার্বারী পাড়ার বিল্লাল হোসেন এর মেযে সুমাইয়া আক্তার মারিযা (০৮) বাড়ির পাশে ছড়ায় গোসল করতে যান। পরে স্থানীয়রা পানিতে ভেসে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুগত চাকমা বলেন, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা শিশুটিকে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত সুমাইয়া আক্তার মারিয়া উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী।
এ বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, তাৎক্ষণিক নিহত শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগত অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।