দীঘিনালায় বন্যার পানিতে ডুবে চাকমা কিশোরীর মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার পানিতে ডুবে রুষা চাকমা নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলা মেরুং ইউনিয়নের কাবুল্যা কার্বারিপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রুষা চাকমা একই গ্রামের পল্টু চাকমার মেয়ে।
মেরুং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শান্তি চাকমা বলেন, ‘বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে গোসল করতে নেমে রুষা চাকমা হঠাৎ তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।’
ইউএনও মামুনুর রশীদ বলেন, ‘বন্যায় শিশুটির মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক নিহত শিক্ষার্থীর বাড়িতে যাবেন। পরিবারকে সহায়তা করা হবে।’
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বন্যা
Facebook Comment