দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ছাতা বিতরণ


খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলার বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে বেবী টাইগার্স’র তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি, বাবুছড়া ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল হাসান রিজভী।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, আরএমও ডা. ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, দীঘিনালা উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা।
এদিন প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়া অসহায় হত-দরিদ্রদের মাঝে ৫০টি ছাতা বিতরণ করা হয়।
ঘটনাপ্রবাহ: চিকিৎসা সেবা প্রদান, দীঘিনালা, বাংলাদেশ সেনাবাহিনী
Facebook Comment