দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ঢেউটিন বিতরণ

fec-image

সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয়হীন ২০টি পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করেছে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড সার্বিক দিক-নির্দেশনায় ও ২০ ইসিবি ব্যাটালিয়ন সদরে (দীঘিনালা সেনানিবাস) ক্ষতিগ্রস্ত মাঝে এসব নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ আহমেদ তানজিল, পিএসসি উপস্থিত ছিলেন।

সেনবাহিনীর ২০ ইসিবি সূত্র জানায়, ২০ ইসিবির দায়িত্বপূর্ণ এলাকায় সম্প্রতি বন্যার পানিতে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ২০টি পরিাবরকে পুনরায় ঘর নির্মাণ করার জন্য নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হয়েছে। এছাড়াও সেনবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড এর নির্দেশনায় ও ২০ ইসিবি ব্যাটালিয়ন দেশের যে কোন দুর্যোগকালীন সময়ে স্থানীয় জণগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ২০ ইসিবি পাহাড়ি এলাকায় সীমন্ত সড়ক নির্মাণের পাশাপাশি আর্তসমাজিক কর্মকাণ্ডে কাজ করে চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন