দীঘিনালার কবাখালী ইউনিয়ন পরিষদ পুড়ে ছাই
দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় পুরো ইউনিয়ন পরিষদ পুড়ে ছাই হয়ে যায়। শনিবার রাত সাড়ে আটটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
জানাযায়, শনিবার রাত সাড়ে আটটায় কবাখালী ইউনিয়ন পরিষদের চারপাশে ধোয়ার কুন্ডলী দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় কবাখালী বাজারের লোকজন। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ইউনিয়ন পরিষদের আসবাবপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এব্যাপারে প্রত্যক্ষদর্শী কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান জানান, আমরা ইউনিয়ন পরিষদ একটি বিচার-সালিশের কাজ শেষ করে যাওয়ার কিছুক্ষণ পর শুনতে পাই আগুনের খবর। দমকলবাহিনী আসার আগেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে কবাখালী ইউনিয়ন পরিষদের মেম্বার মো. নুরুল আফছার মোন্নাফ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পর দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।