parbattanews

দীঘিনালার কবাখালী ইউনিয়ন পরিষদে উপ নির্বাচন ৭ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ

দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসন এবং ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদেও উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ চলাকালীন সময়ে কোথাও কোন প্রকার অনিয়ম, অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপ নির্বাচনে ১,২,৩ নং সংরক্ষিত নারী আসনে সুপ্রীতি চাকমা, ৪,৫,৬ নং আসনে বিপুরীতা চাকমা এবং ৮ নং সাধারণ ওয়ার্ডে মো. জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছে।

ভোট গ্রহণ শেষে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে ৪ হাজার ৩ শত ২৮ ভোটার মধ্যে সুপ্রীতি চাকমা হেলিকপ্টার প্রতীকে ১ হাজার ২শত ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী সুফিয়া বেগম বই প্রতীকে পান ৮শত ২০ ভোট। ওই তিন ভোট কেন্দ্রে ৫৩% ভোট কাস্টিং হয়।

৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে ৩ হাজার ৪ শত ১৭ ভোটের মধ্যে বিপুরীতা চাকমা বই প্রতীকে ৬শত ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ফাতেমা বেগম হেলিকপ্টার প্রতীকে পান ৪ শত ৪৬ ভোট। ওই তিন ভোট কেন্দ্রে ৪৫% ভোট কাস্টিং হয়।

অন্যদিকে ৮নং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মো. জয়নাল আবেদীন মোরগ প্রতীকে ৪শত ২৫ পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. দুলাল মিয়া ভূইয়া টিউবওয়েল প্রতীকে পান ২শত ০৫ ভোট। ওই ভোট কেন্দ্রে ৬৬% ভোট কাস্টিং হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং কবাখালী ইউনিয়নের ১ ও ২ নং সংরক্ষিত আসন এবং ৮ নং ওয়ার্ডের রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ভোটের প্রেক্ষিতে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি)উত্তম চন্দ্র দেব জানান, ভোট গ্রহণ চলাকালীন সময়ে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

Exit mobile version