দীঘিনালার দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন।
এসময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে ঐশ্বরিক শক্তি আছেন বলেই, তিনি যা স্বপ্ন দেখেন, তাই বাস্তবায়ন করেন। তিনি স্বপ্ন দেখেছেন পদ্মাসেতু নির্মাণ করার, শত বাধা বিপত্তি, সকল ষড়যন্ত্র অতিক্রম করেই তিনি পদ্মাসেতু নির্মাণ করেছেন। তিনি স্বপ্ন দেখেছেন, মেট্রোরেল নির্মাণ করার, তাই করেছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেন বলেই এদেশের আপামর জনগণ শেখ হাসিনাকে ভালোবাসেন।
গণসংযোগে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি দীঘিনালা উপজেলার দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী ০৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়ি আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহ্বান জানান।
গণসংযোগ ও উঠান বৈঠকে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম ছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এম এ জব্বার, দিদারুল আলম, কেএম ইসমাইল, মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের সভানেত্রীসহ এলাকার হেডম্যান কার্বারিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা ডাক-ঢোল বাজিয়ে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ও পথসভা অংশগ্রহণকারীদের বরণ করে নেন। এসময় পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মার্কা নৌকাসহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।