parbattanews

দীঘিনালার বোয়ালখালী শালবন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দীঘিনালায় বৌদ্ধ ধর্মালম্বীদের দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠান শুরু হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার বোয়ালখালী সার্বজনীন শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কবাখালী মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম,

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিজ শতরুপা চাকমা প্রমুখ।

এসময় প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার একুশে পদকপ্রাপ্ত মহামান্য সংঘরাজ শাসন শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির।

এতে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আন্তর্জাতিক বিষয়ক সচিব দর্শনতাপক ড. জ্ঞানরত্ন মহাথের, বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি ও নির্বাণগিরি অরণ্য কুঠিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক তদন্ত চন্দ্রকীর্তি মহাথের।

এছাড়াও খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম ও খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রেস অ্যাওয়ার্ড পাওয়ায় সাংবাদিক পলাশ বড়ুয়াকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

Exit mobile version