দীঘিনালার মাইনী বেইলি সেতু ধসে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

খাগড়াছড়ির দীঘিনালার মাইনী বেইলি সেতু ধসে পড়েছে। ফলে রাঙামাটির সাজেক ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে একটি পাথর বোঝাই ট্রাকসহ বেইলি সেতুটি ধসে পড়ে। তবে কোন হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক উঠে পড়লে বেইলি সেতুটি ধসে পড়ে। বাংলার ভূ-স্বর্গ খ্যাত সাজেক ভ্যালিতে পথে পর্যটকসহ বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, ধসে পড়া বেইলি সেতুটি দ্রুত সচল করার উগ্যোগ নেওয়া হবে।
দীর্ঘ ৩ দশকের বেশি সময় আগে অস্থায়ীভাবে নির্মিত মাইনী বেইলি সেতুটি ২০১৭ সালের ২৭ অক্টোবর কাঠ বোঝাই ট্রাকসহ আরো এক ধসে পড়েছিল। সে সময় সাজেক পর্যটন কেন্দ্রসহ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ৭ দিনের মত বন্ধ ছিল।
মাইনী বেইলি সেতুটি ধসে পড়ার আশঙ্কা নিয়ে চলতি মাসের ২ মার্চ পার্বত্যনিউজ ভার্চুয়ালে একটি প্রতিবেদন প্রচারিত হয়।