দীঘিনালার লারমা স্কয়ার, যে হাটের সব বিক্রেতাই নারী
লারমা স্কয়ার, যে হাটের সকল বিক্রেতাই নারী। তারা সবাই সবজি বিক্রি করে থাকেন। অন্যসব হাট থেকে অনেকটা কম দরে ক্রয় বিক্রয় করতে পারেন বলে এই হাটে ক্রেতার সংখ্যাও বেশী। প্রতিদিন প্রায় শতাধিক নারী শাকসবজির পশরা সাজিয়ে বসেন এই হাটে|।
দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারের সাজেক সড়কের দুপাশে বসেন নারী ব্যবসায়ীদের সবজির হাট। প্রতিদিন শতাধিক নারী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎপাদিত সবজি নিয়ে আসেন এ হাটে। সবজির হাটে অধিকাংশ সবজিই জুমে উৎপাদিত। যার ফলে বিষমুক্ত ছাড়াও অনেকটাই তরতাজা। ফলে এ হাটের শাকসবজির চাহিদা ও জনপ্রিয়তা বেড়ে চলেছে দিনদিন।
শুক্রবার (২৫ আগস্ট) সকালে কথা হয় কয়েকজন নারীর সাথে। দীঘিনালা উপজেলার হাচিনসনপুরের ননীবালা চাকমা (৫২) জানান, আমি একজন কৃষক। আমার স্বামী উপার্জন করতে পারেন না। তাই আমার বাগানে উৎপাদিত সবজি, লাউ, বেগুন, বরবটিসহ বিভিন্ন সবজি এ লারমা স্কয়ার হাটে বিক্রি করি।
উপজেলার তারাবুনিয়া গ্রামের অঞ্জলিকা চাকমা (৫৭) জানান, গত কয়েক বছর যাবত আমি এখানে বসে জুমে উৎপাদিত সবজি বিক্রি করে আসছি। যার ফলে সবজি বিক্রির লভ্যাংশ দিয়েই আমি সংসারের চাহিদা মেটাই।
এ ব্যাপারে কবাখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য বিপুরিতা চাকমা জানান, আগে নারীরা ঘরের বাহিরে বের হতো না। এখন পুরুষদের সাথে তাল মিলিয়ে উপার্জন করে।এটা সমাজের জন্য ভালো দিক। পুরো জেলার মধ্যে ব্যতিক্রম, লারমা স্কোয়ারে ফুটপাতে সবাই নারী ব্যবসায়ী।
নিউজটি ভিডিওতে দেখুন: