দীঘিনালায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
দীঘিনালায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ব্যান্ডদলের তালে তালে উপজেলা কমপ্লেক্সে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সাধারণ সম্পাদক এবং ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুব আলম প্রমুখ।
আলোচনা সভার পর বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
নিউজটি ভিডিওতে দেখুন: