parbattanews

দীঘিনালায় আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান

দীঘিনালায় আত্বকর্মসংস্থানের জন্য অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে দীঘিনালা জোন সদরে সেলাই মেশিন তুলে দেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।

জানা যায়, দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন মুসলিম পাড়া গ্রামের আশ্রাফ উদ্দীন দীর্ঘ দিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। পরে তার ছয় সদস্যের পরিবারের পক্ষে জীবন যাপন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই পরিবারে আর রোজগার করার মতো কেউ না থাকায় সংসার চালানো সম্ভব হচ্ছে না। অসুস্হ পিতাকে চিকিৎসা ও পরিবারের ভরণ-পোষণের ব্যয়ভার বহন করতে গিয়ে অর্থের অভাবে নিদারুন জীবন যাপন করতে হচ্ছে। পরে তার পরিবারের কর্মসংস্থানের জন্য তার মেয়ে জোসনা খাতুনের হাতে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

এব্যাপার জোসনা খাতুন জানান, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

Exit mobile version