parbattanews

দীঘিনালায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের অফিসের আসবাবপত্রে আগুন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ’র প্রসীত বিকাশ খীসা গ্রুপের অফিসের আসবাবপত্র জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার(২০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীঘিনালা উপজেলার মাস্টার পাড়া এলাকায় অবিস্থিত প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র অফিসটি দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল।

সোমবার দুপুর ১২টার দিকে ১০/১২ লোক এসে তালা ভেঙ্গে অফিসের আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে চলে যায়। খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুউদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

প্রসঙ্গত, রবিবার সকাল ১০টার দিকে ১০/১২জন সশস্ত্র সন্ত্রাসী দীঘিনালা সরকারি কলেজ ক্যাম্পসে ঢুকে পিসিপির কর্মীদের এলোপাথারী কুপিয়ে আহত করে। হামলাকারীরা দা, কিরিচ, রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত ছিল।

হামলায় আহতরা হলেন-জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অমর বিকাশ চাকমা, দীঘিনালা ডিগ্রি কলেজ শাখারসহ সভাপতি রনজীত চাকমা, নেশার চাকমা, পিন্টু চাকমা, সুকেশ চাকমা ও সুবরণ চাকমা।

খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা হাসপাতালে নেওয়া হলে রনজিত চাকমা ও অমর চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটায় রনজিত চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Exit mobile version