parbattanews

দীঘিনালায় ইমরান হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার

দীঘিনালায় ইমরান হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ইমরান গত শনিবার রাতে হত্যাকাণ্ডের শিকার হন। সে উপজেলার থানা পাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। ঘটনার পর রোববার সকালে (২৪ মে)মিলনপুর গ্রামের সেগুন বাগান থেকে নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে।

তবে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ((ওসি) উত্তম চন্দ্র দেব জানান, হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

জানা যায়, শনিবার (২৩ মে) সকালে উপজেলার দক্ষিণ মিলনপুর গ্রামের অমল কান্তি চাকমার সেগুন বাগানে এক যুবকের লাশ পড়ে আছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় আটক আনোয়ার হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে কতজন জড়িত তা তদন্তের স্বার্থে বলা যাবে না।

Exit mobile version