দীঘিনালায় উপজেলা আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

“শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা,” এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে দীঘিনালায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুরে দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ২১ আনসার ব্যাটালিয়ন পরিচালক ফেরদৌস আহম্মদ।
এ সময় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, ভাইস চেয়ারম্যান মো মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা আনসার ভিডিপি অফিসার শাহ মোফাচ্ছেল হক।
এছাড়া ১নং মেরুং ইউনিয়ন মহিলা কমান্ডার নিলুফার ইয়ামিন, বোয়ালখালী ইউনিয়ন ভিডিপি প্লাটুন কমান্ডার মো. জাকির হোসেনকে বাইসাইকেল প্রদান করা হয়।