দীঘিনালায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
দীঘিনালায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) রাতে দীঘিনালা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে
নিহতের নাম নূরজাহান আক্তার (৬৫)। সে উপজেলার শহীদ জব্বার নগর এলাকার রিয়াজ উদ্দীনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার উপজেলার শহীদ জব্বার নগর এলাকার জঙ্গলে গাছের ডালে নূরজাহান আক্তার (৬৫) নামে এক ঝুলন্ত নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনাটি কী হত্যা নাকি আত্নহত্যা তদন্তের পর বলা যাবে।
ঘটনাপ্রবাহ: উদ্ধার, ঝুলন্ত লাশ, দীঘিনালা
Facebook Comment