parbattanews

দীঘিনালায় এক লাখ, ১ হাজার জাল টাকাসহ দুই তক্ষক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত মো. শাহাদৎ হোসেন ও দীঘিনালার মো. সাইদুল ইসলাম

 

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক লাখ এক হাজার জাল টাকাসহ দুইজন অবৈধ তক্ষক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে দীঘিনালা সেনা জোন ও পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী বাসস্টান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে নারায়নগঞ্জে সোনারগাঁ থানার খৈতার ভোলা গ্রামের বাসিন্দা মৃত মোসলেম আলীর ছেলে মো. শাহাদৎ হোসেন ও দীঘিনালার মো. সাইদুল ইসলাম।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কান্তি দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী বাসস্টান্ড থেকে একশ একটি এক হাজার টাকার জাল নোটসহ মো. শাহাদৎ হোসেনকে (৩৯) আটক করা হয়।

মো. শাহাদৎ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, নারায়নগঞ্জ থেকে দীঘিনালার রশিক নগর গ্রামের মো. সাইদুল ইসলামের (২৭) কাছে তক্ষক কেনার উদ্দেশ্যে এসেছিল। পরে অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলামকেও (২৭)গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জাল টাকার অবৈধ ব্যবসা ও বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।

Exit mobile version