parbattanews

দীঘিনালায় করোনাভাইরাস প্রতিরোধে ছিটানো হয়েছে জীবাণুনাশক

দীঘিনালায় করোনাভাইরাস প্রতিরোধে এবং সচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়েছে।

মঙ্গলবার(২৪ মার্চ) দুপুরে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট এবং বিডি ক্লিন এর উদ্যোগে এসব জীবাণু নাশক ছিটানো হয়।

জীবাণুনাশক ছিটানো কার্যক্রম উদ্ধোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম।

এসময় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, দীঘিনালা থানা, সোনালী ব্যাংক, বাস টার্মিনাল, টার্মিনাল মসজিদ, টার্মিনালের টিকিট কাউন্টার এবং বোয়ালখালী বাজার এলাকায় জীবাণু নাশক ছিটিয়ে জীবাণু মুক্ত করা হয়।

এসময় যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট এবং বিডি ক্লিন এর পঞ্চাশ জন সদস্য করোনাভাইরাস প্রতিরোধে জীবাণু মুক্ত করার কাজে অংশ নেন।

এসময় দুর্যোগকালীন সময়ে কাজ করার জন্য দীঘিনালা উপজেলা প্রথম আলো প্রতিনিধি পলাশ বড়ুয়াকে প্রধান সমন্বয়ক করে, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট এবং বিডি ক্লিন এর সদস্যদের নিয়ে পঞ্চাশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা হতে হবে। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করতে হবে| গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জীবাণু নাশক ছিটিয়ে জীবাণু মুক্ত রাখতে হবে।

Exit mobile version