parbattanews

দীঘিনালায় করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসহ ইন্সুরেন্স কার্ড বিতরণ

dav

দীঘিনালায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যদের মাঝে ইন্সুরেন্স কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর ম্যানেজিং বোর্ড এর সদস্য কংজরি চৌধুরী।

দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এবং জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জসিম উদ্দীন মজুমদার প্রমুখ।

এসময় অনুষ্ঠানের অতিথিবৃন্দ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণের প্যাকেট তুলে দেন। পঞ্চাশ জন ক্ষতিগ্রস্তদের মাঝে ( চাল ৭.৫,কেজি, ডাল ১কেজি, লবন ১কেজি, তেল ১কেজি এবং সুজি ০.৫ কেজি) ৫০ প্যাকেট ত্রাণ বিতরণ ছাড়াও ২৭ জন যুব রেড ক্রিসেন্ট সদস্যদের মাঝে ইন্সুরেন্স কার্ড বিতরণ করা হয়।

Exit mobile version