parbattanews

দীঘিনালায় কালবৈশাখী ঝড়ে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত, ১৫৭ শিক্ষার্থীর পাঠদান বন্ধ


দীঘিনালা প্রতিনিধি:
দীঘিনালায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে বিদ্যালয়ের চালের উপর ছিটকে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়টি। সোমবার ভোরে উপজেলার জামতলী মানিকছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের দুটি শ্রেণীর ১৫৭ শিক্ষার্থীর পাঠদান বন্ধ হয়ে গেছে।
জানা যায়, সোমবার ভোরে দীঘিনালা উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এসময় উপজেলার জামতলী মানিকছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা রেইনট্রি গাছ ভেঙে পড়ে বিদ্যালয়ের চালে। এতে বিদ্যালয়ের একটি কক্ষের চাল পুরোপুরি নষ্ট হয়ে যায়। বর্তমানে একক্ষে পাঠদান বন্ধ রয়েছে।
এ ব্যাপারে জামতলী মানিকছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা প্রতিভা ত্রিপুরা জানান, ধসে যাওয়া বিদ্যালয়ের ওই কক্ষে দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদান করানো হতো। বিদ্যালয়ের চাল ধসে যাওয়ায় এখন দ্বিতীয় শ্রেণীর ৮২ জন এবং চতুর্থ শ্রেণীর ৭৫ জন ছাত্রছাত্রীদের পাঠদান পুরোপুরি বন্ধ রয়েছে|
এ ব্যাপারে জামতলী মানিকছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিষ বরন বড়ুয়া জানান, তিনজন শ্রমিক দিয়ে বিদ্যালয়ের উপর ধসে যাওয়া গাছ কেটে পরিষ্কার করা হয়েছে। ভেঙে যাওয়া কক্ষে দুটি শ্রেণীর পাঠদান করানো হতো। পুনরায় পাঠদান কার্যক্রম চালু করার জন্য কক্ষটি জরুরীভাবে মেরামত প্রয়োজন বলেও জানান তিনি।

Exit mobile version