parbattanews

দীঘিনালায়  কৃত্তিকাকে হত্যা মামলায় ৩ আসামীর ৩ দিন রিমান্ড মঞ্জুর  

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালায় পঞ্চম শ্রেণীর ছাত্রী পুনাতি ত্রিপুরা কৃত্তিকাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় আটক শাহ আলম(৩৩), ইসলাম ভান্ডারী(৩২) ও মাহিন্দ্র চালক মো. মনির হোসেনকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে তিন দিন করে  রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে পুলিশ প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে খাগড়াছড়ি জডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম এর আদালতে আবেদন জানালে শুনানীর পর আদালত প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান জানান, মামলা তদন্তে অনেক অগ্রগতি হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৮ জুলাই) দুপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রী পুনাতি ত্রিপুরা কৃত্তিকা স্কুল বিরতিতে বাসায় খেতে আসলে দুর্বৃত্তরা তাকে  ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে দেয়। মা অনুমতি ত্রিপুরা জুম থেকে বাসায় ফিরে মেয়ে না পেয়ে খোঁজাখুঁজির পর রাতে বাড়ীর পাশে জঙ্গলে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিয়ে পুলিশকে রাত সাড়ে ১১টায় নয় মাইলের তপন কুমার কার্বারী পাড়া এলাকা থেকে পুনাতি ত্রিপুরার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে।

Exit mobile version