দীঘিনালায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ

fec-image

করোনাভাইরাসে পুরো দেশে চলছে লকডাউন। এই লকডাউনে কৃষকের মাঠে দেখা দিয়েছে সোনালী ফসল। ফসল কাটা নিয়ে যখন বিপাকে কৃষক, তখন কৃষকে মুখে হাসি ফুটানোর জন্য দীঘিনালায় কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ।

শুক্রবার (১ মে) উপজেলার বেতছড়ি এলাকায় দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় এক একর জমির ধান কেটে দেন।

জানা যায়, উপজেলার বেতছড়ি এলাকা কৃষক মো. মোস্তাফা মিয়া জমির ধান পেকে যাওয়ার পর কাটার জন্য শ্রমিক পাচ্ছিলেন না। পরে খবর পেয়ে দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের ১২ জনের একটি দল ওই কৃষকের প্রায় এক একর জমির ধান কেটে দেন।

এ ব্যাপারে জমির মালিক মো. মোবারক হোসেন জানান, জমির ধান পেকে যাওয়ার পর একদিকে রোজা এবং অন্যদিকে করোনাভাইরাসের প্রকোপের কারণে শ্রমিক পাওয়া যাচ্ছিলো না| পরে কলেজ ছাত্রলীগের লোকজন এসে জমির ধান কেটে দিয়েছে। এসময়ে ধান কাটাতে পেরে খুবই উপকার হয়েছে।

দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক জানান, প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচী অনুযায়ী আমরা কৃষকদের জমির ধান কেটে দিচ্ছি। এ ধরণের ধান কাটা কর্মসূচী আমাদের অব্যহাত থাকবে।

এ ব্যাপারে দীঘিনালা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম সফিক জানান, সারাদেশে করোনাভাইরাসের কারনে কৃষকরা ধান কাটায় শ্রমিক সংকটে পড়েছে। এ সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ এগিয়ে আসাই খুব সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতে এধরণের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, ছাত্রলীগ, দীঘিনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন