parbattanews

দীঘিনালায় চেয়ারম্যান পদে ইউপিডিএফের নবোকমল, ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা ও গোপাদেবী চাকমা নির্বাচিত

Dighinala Pic
মুজিবুর রহমান ভুইয়া : বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা পরিষদের নির্বাচনে বিজয় লাভের মাধ্যমে ইউপিডিএফ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের শোধ নেয়ার পাশাপাশি খাগড়াছড়ি আট উপজেলার মধ্যে চারটিতে নিজেদের জয় নিশ্চিত করলো। দীঘিনালার ২৫ কেন্দ্রের সব ক’টি কেন্দ্রের ফলাফলে চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত প্রার্থী নবোকমল চাকমা ১২ হাজার ৮’শ ১২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাজী মো. আবুল কাশেম  পেয়েছেন ১০ হাজার ৪’শ ৫৩ ভোট।

ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সুসময় চাকমা ১৬ হাজার ৮’শ ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আবদুর রহমান পেয়েছেন ১২ হাজার ৯’শ ৩৯ ভোট।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী গোপাদেবী চাকমা ১৭ হাজার ৩’শ ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সোনালী চাকমা  পেয়েছেন ১৫ হাজার ২’শ ২৫ ভোট।  

দীঘিনালা উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও দীঘিনালা উপেজলা নির্বাহী অফিসার মো. জাহিদ আহসান পাভেল রাত ১০টার দিকে তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন। দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থীর বিজয় নিশ্চিত করার মাধ্যমে ইউপিডিএফ দীঘিনালায় তাদের আধিপত্য ধরে রাখলো।

Exit mobile version