দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৯.০০ মি. এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি। এসময় দীঘিনালা জোনের ৪ ই বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রুমন পারভেজ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশ বাবুছড়া ইউনিয়ন একাদশকে ১১-০ গোলে পরাজিত করে।
এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ, জোন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ শাহনেওয়াজ, দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান মিস সীমা দেওয়ান। মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী,
দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যাতি চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ।
জোন কাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার ১নং মেরুং, ২নং বোয়ালখালী, ৩নং কবাখালী, ৪নং দীঘিনালা এবং ৫নং বাবুছড়া ইউনিয়ন অংশগ্রহণ করেন।