parbattanews

দীঘিনালায় তিন দিনব্যাপী পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ এর মহাসম্মেলন

নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা:

দীঘিনালা উপজেলায় পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ এর তিন দিনব্যাপী মহাসম্মেলন শুরু হয়েছে। সম্মেলন উপলক্ষে রবিবার(২৪ডিসেম্বর) সকালে উপজেলা লারমা স্কোয়ার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার লারমা স্কোয়ার থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে সম্মেলন স্থলে গিয়ে মিলিত হয়।

সম্মেলনে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ এর উপদেষ্টা সদস্য ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভদন্ত তেজবংশ মহাথেরো, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ এর সভাপতি ভদন্ত অগ্রজ্যোতি মহাথেরো, উপজেলা বিআরডিবির সভাপতি আনন্দ মোহন চাকমা, বাবুছড়া কলেজ এর অধ্যক্ষ মধুমঙ্গল চাকমা, ডা. ভগদত্ত চাকমা ভদন্ত বিপুল জ্যোতি থেরো প্রমুখ। সম্মেলনে বৌদ্ধ ধর্মের বিভিন্ন এলাকার দায়ক দায়িকারা অংশ নেন। আগামী বুধবার শেষ হবে তিন দিনব্যাপী এ সম্মেলন।

Exit mobile version