দীঘিনালায় ত্রিপুরাদের বর্ষবরণ ‘ত্রিং বিসি কাতাল’ উদযাপন

fec-image

খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনের মধ্যদিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের একমাত্র বর্ষবরণ অনুষ্ঠান ‌‘ত্রিং বিসি কাতাল’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রাটির উদ্বোধন করেন, খাগড়াছড়ি ২৯৮নং আসনের সাংসদ ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সহধর্মিণী মল্লিকা ত্রিপুরা।

শোভাযাত্রাটি দীঘিনালা ডিগ্রি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার লারমা স্কোয়ারে প্রদক্ষিণ শেষে থানা বাজার হয়ে পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের পতাকা উত্তোলন করেন। এসময় প্রধান অতিথি প্রদীপ প্রজ্জ্বলন করেন। পরে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী রিসা দিয়ে অতিথিদের বরণ করা হয়।

বর্ষবরণের আলোচনা সভায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক শাখার সভাপতি ঘনশ্যাম ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মল্লিকা ত্রিপুরা।

বিশেষ অতিথির বক্তব্য দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সহধর্মিণী মারজিয়া বিনতে আলম। কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা এবং ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা রঞ্জিত নারায়ণ ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশিষ ত্রিপুরা, ভারপ্রাপ্ত সভাপতি বিবিসুর ত্রিপুরা, মহিলা বিষয়ক ত্রিপুরা বিউটি রানী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি রেনী ত্রিপুরা।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গড়াই নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন