parbattanews

দীঘিনালায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

মোঃ আল আমিন,দীঘিনালা, খাগড়াছড়ি:

বাংলাদেশ সেনবাহিনীর বহিঃবিশ্বে যেমন সুনাম ছড়িয়ে আছে, তেমনি পার্বত্যঞ্চলের দূর্গম এলাকায় ও রয়েছে সেনা-বাহিনীর সুনাম। এর অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বৃওি প্রদান করে জোন কর্তৃপক্ষ,৬০ ভাগ উপজাতি এবং ৪০ ভাগ বাঙ্গালী কোটার ভিওিতে ১০ জন ছাত্র-ছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হয়। এতে ২৮ বীরের জোন অধিনায়ক লেঃ কঃ লোকমান আলী ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পেশার গন্যমান্য ব্যত্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম ও দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা। হাজাছড়া জোড়াব্রীজ মাধ্যমিক বিদ্যালয়ের বৃওি প্রাপ্ত ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী হিলারী চাকমা বলেন, আমার বাবা নেই,বড় ভাই জুম চাষ করে আমাদের পরিবারের খরচ যোগাড় করেন। আমি এই বৃওি পেয়ে অনেক খুশি। এতে আমার লেখাপড়ার খরচ হয়ে।যাবে আমি দীঘিনালা জোন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

Exit mobile version