parbattanews

দীঘিনালায় দুদিনব্যাপী বইমেলা

dav

দীঘিনালা প্রতিনিধি:

“বই পড়ি আলোকিত আগামী গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দীঘিনালা উপজেলায় শুরু হয়েছে দুদিনব্যাপী বইমেলা|

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা মাঠে “ইনোভেশন ফর ইমপ্রুভিং আর্লি গ্রেড রিডিং এ্যাকটিভি” প্রকল্পের উদ্যোগে ব্রাক, ইউএসএইড এবং ইউনাইটেড পারপাস এর যৌথ সহায়তায় আয়োজিত বইমেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা|

ব্রাক জেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বইমেলার আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ্ব উদ্দীন, ইউনাইটেড পারপাস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আবদুর রশিদ এবং ব্রাক শিক্ষা উন্নয়ন ইন্সিটিউট এর প্রতিনিধি, শহিদুল ইসলাম প্রমুখ|

মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, গল্প লিখা প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা, গান এবং নৃত্য প্রতিযোগিতা রয়েছে|

দুদিনব্যাপী উন্নয়ন মেলায় বাইশটি স্টল অংশ নেয়|

Exit mobile version