parbattanews

দীঘিনালায় দূর্গম সীমানা পাড়ায় ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি দীঘিনালায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে ত্রিপুরা ভাষায় প্রচারণা ও ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার ( ১৩এপ্রিল) সকাল ১১টায় দূর্গম সীমানা পাড়ায় এসব ত্রাণ বিতরণ করেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

এসময় হোসনেয়ারা মনজুর বিদ্যানিকেতনের ১শত ৩২ জন শিক্ষার্থীসহ ১শত অভিভাবকের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, তেল, ডাল বিতরণ করা হয়েছে৷

মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিতরণ করেন, প্রথম আলো সাংবাদিক পলাশ বড়ুয়া এবং হোসনেয়ারা মনজুর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা দীনা ত্রিপুরা। যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিটের সদস্যরা সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণে।

উল্লেখ্য সীমানাপাড়া হোসনেয়ারা মনজুর বিদ্যানিকেতনটি চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলম প্রতিষ্ঠা করেন এবং তাদের দেয়া অর্থে পরিচালিত হয়ে থাকে।

Exit mobile version